আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে। আসে বৃষ্টির সুভাষ বাতাস বয়ে – বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো আষাঢ়ে সবার হৃদয় পুলকে দুলিয়ে ওঠে নব যৌবনে সবুজের সাথে নীলের পরশে। নীল রঙ খুব সহজেই মনে শান্তভাব জাগিয়ে তলে। নীল রঙ আভিজাত্য, শান্তি, একতা, সম্প্রীতি প্রভৃতি ভাব প্রকাশে ব্যবহৃত হয় নীল হলো স্বপ্নদায়ক, স্রষ্টা, শিল্পী এবং উদ্ভাবকদের রঙ। নীল […]