আজ তাঁর ২৬তম জন্মদিন। গতকাল রাতেই নাকি তাঁর স্ত্রী ফোন করে বলেছিলেন, ‘কাল যদি তোমরা জিততে পারো, দারুণ ব্যাপার হবে তোমার জন্য।’ হয়েছে তা-ই। বাংলাদেশ আজ রাওয়ালপিন্ডিতে ইতিহাস গড়ে পাকিস্তানকে হারিয়েছে ১০ উইকেটে। পাকিস্তানের মাটিতে তো বটেই, পাকিস্তানের বিপক্ষেই যেটি বাংলাদেশের প্রথম টেস্ট জয়। অধিনায়ক নাজমুল হোসেন জন্মদিনে এর চেয়ে বড় আর কী উপহার পেতে […]
রাওয়ালপিন্ডি টেস্টে ঐতিহাসিক জয়ে ম্যাচসেরা হওয়ার পর পাওয়া প্রাইজমানি বাংলাদেশের বন্যার্ত মানুষের সহায়তায় দান করে দেওয়ার ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। পাকিস্তানকে আজ ১০ উইকেটে হারিয়েছে বাংলাদেশ, প্রথম ইনিংসে ১৯১ রানের ইনিংসের সৌজন্য ম্যাচসেরার পুরস্কার জেতেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যান। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে সঞ্চালক বাজিদ খানকে মুশফিক বলেন, ‘বাজিদ ভাই, আমার দলের অনুরোধে এই প্রাইজমানি বন্যার্তদের […]