আগামীকাল বিকেলে ঢাকা পৌঁছাবে শাফিনের মরদেহ

বিনোদন :  আমেরিকার ভার্জিনিয়ায় দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও ব্যান্ড তারকা শাফিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। ভার্জিনিয়ার দার আল নুর ইসলামিক কমিউনিটি মসজিদে শুক্রবার স্থানীয় সময় দুপুর ১টায় তার জানাজা হয়। দেশের বাইরে হলেও প্রিয় শিল্পীর জানাজায় মানুষের ঢল নেমেছিল। শাফিন আহমেদের মরদেহ দেশে আনতে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথাও ছিল বড় ভাই হামিন আহমেদের; কিন্তু শেষ […]