ছুটি শেষে কনসার্টে ফিরছে ‌‘সোনার বাংলা সার্কাস’

ঈদের ছুটি কাটিয়ে দর্শক মাতাতে আজ (১১ জুলাই) ফিরছে ‘সোনার বাংলা সার্কাস’ ব্যান্ডদল। রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে কনসার্ট করে মাতিয়েছে শ্রোতাদের। ভিন্নধর্মী গান ও মিউজিকের জন্য ব্যান্ডটির আলাদা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে তরুণদের মাঝে। শুধু কি দেশে  না, প্রতিবেশী দেশগুলোতে ‘সোনার বাংলা সার্কাস’র ভক্তশ্রেণি তৈরি হয়েছে। ব্যান্ডের প্রধান সংগীতশিল্পী প্রবর রিপন জানান, ঈদের পর প্রথম কনসার্টে […]