মো: গোলাম কিবরিয়া জেলা প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়ায় খেজুরের রস রাখার মাটির পাত্র বিক্রয়ের ধুম শুরু হয়েছে। পুঠিয়া উপজেলায় খেজুরের রস সংগ্রহের কাজে ব্যবহৃত হওয়া মাটির পাত্র নাড়ি বা ভাঁড় নামে গ্রামে পরিচিত। এখন কুমারপাড়ায় মাটির এই নাড়ি বা ভাঁড় তৈরির ও বিক্রয়ের ধুম পড়েছে। হেমন্তের শিশিরভেজা আর হাল্কা ঠাণ্ডা জানান দিচ্ছে শীত আসছে। খেজুর […]