আওয়ামী লীগ আমলে পাচার ২৮ লাখ কো‌টি টাকা

দেশ থেকে বি‌ভিন্ন মাধ্যমে প্রতিবছর ১২ থেকে ১৫ বি‌লিয়ন মা‌র্কিন ডলার পাচার হ‌চ্ছে। য‌দি বিগত আওয়ামী লীগ আম‌লে পাচার করা অ‌র্থের হিসাব করা হয় তাহ‌লে এর প‌রিমাণ দাঁড়ি‌য়ে‌ছে ২৮ লাখ কো‌টি টাকা। শনিবার (২ নভেম্বর) রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ কার্যালয়ে) ‘পাচার হওয়া অর্থ ফেরত আনার উপায়’ বিষয়ে আয়োজিত সেমিনারে এসব তথ্য জানা‌নো হয়। […]