নোয়াখালীতে বন্যায় চালের উৎপাদন কমবে ৮২ হাজার ৫৭৯ মেট্রিক টন

কৃষক গোলাম ছারওয়ার আমন চাষের লক্ষ্যে বীজতলা বসিয়েছিলেন বাড়ির পাশের খেতে। বীজতলায় গজানো চারা খেতে লাগানোর উপযোগীও হয়ে উঠেছিল। এরই মধ্যে শুরু হয় অতিবৃষ্টি। যা পরবর্তী সময়ে উজান থেকে ধেয়ে আসা পানিতে বন্যায় রূপ নেয়। বন্যার পর কেটে গেছে প্রায় দুই সপ্তাহ। খেতে এখনো প্রায় কোমরসমান পানি। ধানের চারা পচে নষ্ট হয়ে গেছে অনেক আগেই। […]