স্কুলে ড্রপ আউট হওয়া সেই ছাত্র এখন ১২০ মিলিয়ন ডলারের মালিক

ছোটবেলায় মা বলেছিলেন স্কুলের হোমওয়ার্ক সারতে। সে কথা না শুনে কিশোর ছেলেটি মনোযোগ দিয়েছিল চিত্রনাট্য লেখায়। মা বলেছিলেন, চিত্রনাট্যে ভালো ক্যারিয়ার নেই। এ পেশায় আছে অনিশ্চয়তা। এমনকি লেখালেখির কাজকে ছোট করেও কথা বলেছিলেন। রাগে এই কিশোর মাকে বলেছিলেন, ‘ঠিক আছে মা, আমি যখন বিখ্যাত লেখক হব, আমি সফল হলে তোমাকে এক কানাকড়িও দেব না।’ তারপরের […]