রোমান হলিডে’। চলচ্চিত্রপ্রেমীদের কাছে ভালোবাসার ছবি, আবেগের নাম। চলচ্চিত্রবোদ্ধাদের রায়ে ধ্রুপদি সিনেমা। এই সিনেমার শেষ দৃশ্য বুকের মধ্যে যেমন হাহাকার জাগায়, মন খারাপ করিয়ে দেয়; তেমন মন খারাপ করার মতো ঘটনা আছে সিনেমার চিত্রনাট্যকারের জীবনে।অড্র্রে হেপবার্ন ও গ্রেগরি পেক অভিনীত ‘রোমান হলিডে’ ১৯৫৩ সালের। এই সিনেমার প্রকৃত চিত্রনাট্যকার ডাল্টন ট্রাম্বো। তবে রুপালি পর্দায় চিত্রনাট্যকার হিসেবে […]