পাইপলাইনের মাধ্যমে বাসাবাড়িতে আর গ্যাস নয়: উপদেষ্টা ফাওজুল কবির খান

মো মনির হোসেন : পাইপলাইনের মাধ্যমে আর কোনোদিন বাসাবাড়িতে গ্যাস সংযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

বুধবার (৮ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-বিশ্বরোড মোড়ে ঢাকা-সিলেট মহাসড়কের বেহাল অংশ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, “পাইপলাইনের মাধ্যমে গ্যাস কেবলমাত্র শিল্পকারখানায় দেওয়া হবে। বাসাবাড়িতে নতুন করে আর কোনো সংযোগ দেওয়া হবে না। ভবিষ্যতেও এমন কোনো পরিকল্পনা নেই।”

তিনি আরও বলেন, “দেশে প্রাকৃতিক গ্যাসের মজুত কমে আসছে। এজন্য গ্যাস ব্যবহারে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে শিল্প খাতে, যাতে উৎপাদন ব্যাহত না হয়।”

সরাইল-বিশ্বরোড মোড়ে ঢাকা-সিলেট মহাসড়কের বেহাল অবস্থা পরিদর্শন শেষে তিনি সড়ক সংস্কার কার্যক্রম দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেন এবং সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।

Related Articles

বারবার অভিযানের পরও উড়াল গ্যাস বন্ধ হয়নি, বাকাইল যেন বিস্ফোরণের অপেক্ষায়

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের বাকাইল গ্রামে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে গাছের উপর গ্যাসের পাইপ ঝুলছে। এ কারণে গ্রামটি এখন উড়াল গ্যাসের গ্রাম হিসেবে বেশি পরিচিত।…

ব্রাহ্মণবাড়িয়া নাজুক মহাসড়কের পরিদর্শনে এসে তিন ঘন্টা যানজটে আটকা পরেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টানফাওজুল কবির খাঁন

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খাঁন দীর্ঘ তিন ঘন্টা ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ অংশে যানজটে আটকা পড়ে অবশেষে মোটরসাইকেল করে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড…

পুর্নজন্ম কি বৈজ্ঞানিক ভাবে সম্ভব? — একটি বিশ্লেষণাত্মক প্রবন্ধ

মানব ইতিহাস জুড়ে মানুষের মৃত্যু ও মৃত্যুর পর কী হয়—এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য বহু ধর্ম, দর্শন ও আধ্যাত্মিকতা চেষ্টা করেছে। অতীতে জীবনের পরের ধাপে…

ডিসেম্বর নাগাদ শেষ হবে আশুগঞ্জ ও বিশ্বরোড অংশের চারলেন কাজ : সড়ক বিভাগের সিনিয়র সচিব

মো মনির হোসেন: সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক বলেছেন, দ্রুত সময়ের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও বিশ্বরোড অংশের চারলেনের…

প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ ব্রাহ্মণবাড়িয়ায় রোষানলে সাংবাদিকরা

মামলা-গ্রেফতার,নির্যাতনে আলোচনায় এখন ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকরা। রোববার এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সমাবেশে তীব্র প্রতিবাদ জানানো হয়। সত্তর বছর বয়স্ক সাংবাদিক আ. ফ.…

Responses