পাইপলাইনের মাধ্যমে বাসাবাড়িতে আর গ্যাস নয়: উপদেষ্টা ফাওজুল কবির খান

মো মনির হোসেন : পাইপলাইনের মাধ্যমে আর কোনোদিন বাসাবাড়িতে গ্যাস সংযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
বুধবার (৮ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-বিশ্বরোড মোড়ে ঢাকা-সিলেট মহাসড়কের বেহাল অংশ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, “পাইপলাইনের মাধ্যমে গ্যাস কেবলমাত্র শিল্পকারখানায় দেওয়া হবে। বাসাবাড়িতে নতুন করে আর কোনো সংযোগ দেওয়া হবে না। ভবিষ্যতেও এমন কোনো পরিকল্পনা নেই।”
তিনি আরও বলেন, “দেশে প্রাকৃতিক গ্যাসের মজুত কমে আসছে। এজন্য গ্যাস ব্যবহারে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে শিল্প খাতে, যাতে উৎপাদন ব্যাহত না হয়।”
সরাইল-বিশ্বরোড মোড়ে ঢাকা-সিলেট মহাসড়কের বেহাল অবস্থা পরিদর্শন শেষে তিনি সড়ক সংস্কার কার্যক্রম দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেন এবং সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।
Responses