মধ্য পাইকপাড়া চামেলীবাগ জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

৪ অক্টোবর শনিবার সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার মধ্য পাইকপাড়া চামেলীবাগ জামে মসজিদের প্রাঙ্গণে এক বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয় ভিত্তিপ্রস্তর স্থাপন ও দোয়া মাহফিল।
অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া ইউনুসিয়া ব্রাহ্মণবাড়িয়ার প্রিন্সিপাল ও ব্রাহ্মণবাড়িয়া হেফাজতে ইসলামের সভাপতি আল্লামা আলহাজ্ব হযরত মাওলানা মুফতি মোবারক উল্লাহ।
তিনি তাঁর বক্তব্যে বলেন, “একটি মসজিদ কেবল নামাজের স্থান নয়, বরং এটি ঈমানি চেতনার কেন্দ্রবিন্দু। এ মসজিদকে কেন্দ্র করে এলাকার মানুষ ঐক্যবদ্ধ হবে, দ্বীন ও ইসলামের শিক্ষা ছড়িয়ে পড়বে। আমি দোয়া করি এ মসজিদ যেন দীর্ঘদিন দ্বীনের খেদমত করতে পারে।”
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
তিনি তাঁর বক্তব্যে বলেন, “মসজিদ নির্মাণের মতো কল্যাণকর কাজে সম্পৃক্ত হতে পারা জীবনের বড় অর্জন। এ মসজিদ এলাকাবাসীর জন্য ইবাদত, শিক্ষা ও সামাজিক সম্প্রীতির কেন্দ্র হয়ে উঠবে। এ কাজকে সফল করার জন্য সবার সহযোগিতা প্রয়োজন।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধ্য পাইকপাড়া চামেলীবাগ জামে মসজিদের সভাপতি মোঃ মোজাম্মেল হক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রাশেদ কবির আখন্দ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ, সিনিয়র সহ-সভাপতি ডিপি জহির হক খোকন, জেলা বিএনপির ১ নং সদস্য হাফিজুর রহমান মোল্লা কচি ও সিনিয়র আইনজীবী এডভোকেট আবিদ উল্লাহ।
শেষে দোয়া মাহফিলে জাতির শান্তি, দেশের অগ্রগতি, মুসলিম উম্মাহর ঐক্য এবং মসজিদের সুষ্ঠু ও সুন্দর নির্মাণকাজের সফলতা কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন হযরত মাওলানা মুফতি মোবারক উল্লাহ।
পুরো অনুষ্ঠান জুড়ে উপস্থিত ছিলেন এলাকাবাসী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি।
উপস্থিত সবাই একমত হন যে, এ মসজিদ ভবিষ্যতে এলাকার ধর্মীয়, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Responses