১৫ বছর ভোটের কবর রচনা করা হয়েছিল: রুমিন ফারহানা

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, নির্দলীয় ও অন্তর্বর্তী সরকার যেহেতু দায়িত্বে আছে, আমরা আশা করছি দল মত নির্বিশেষে যারাই প্রার্থী হবে, যারা ভোট দিতে যাবে, যারা প্রচারণা চালাবে সবাই সমান সুযোগ পাবে।

ভোট হবে নিরপেক্ষ এবং আশা করছি গত ১৫ বছর ভোটের যে কবর রচনা করা হয়েছিল। সেই সংস্কৃতি থেকে বাংলাদেশ বেরিয়ে এসে একটা নতুন গণতন্ত্রের পথে বাংলাদেশ যাত্রা শুরু করবে।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির ৪৭ তম প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা ও লাঠিখেলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, সংস্কারের দাবি বাংলাদেশে প্রথম উচ্চারিত হয়েছে বিএনপির হাত ধরে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ২০১৬ সালে ভিশন ২০৩০ ডকুমেন্ট দিয়েছিলেন। সেখানেই তিনি সর্বপ্রথম সংস্কার ভাবনা তুলে ধরেন। তারপর বিএনপির ২৭ দফা, ৩১ দফা এসব কিছু সংস্কারের অংশ।

রুমিন ফারহানা বলেন, বাংলাদেশে আওয়ামী লীগের হাতে বিএনপির কেন্দ্রীয় নেতাকর্মী থেকে শুরু করে তৃণমূলের সমর্থক পর্যন্ত যেভাবে অত্যাচারিত হয়েছে আর কোনো দলের মানুষ কিন্তু এত অত্যাচারের শিকার হয় নাই।

সুতরাং বিচার বিএনপির হাত দিয়ে যতটা সুষ্ঠু ও সঠিক হবে, আমি মনে করি না আর কোনো সরকারের পক্ষে ততটা সুষ্ঠু ও সঠিক বিচার করা সম্ভব।

মতবিনিময় সভার আগে চুন্ডা ঐতিহ্যবাহী লাঠি খেলোয়াড়দের লাঠি খেলা অনুষ্ঠিত হয়। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Related Articles

ব্রাহ্মণবাড়িয়ার ৪ আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত, নাম নেই রুমিন ফারহানার

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসন থেকে কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা মনোনয়ন পাবেন বলে মনে করছিলেন তার কর্মী-সমর্থক এবং দলের একাংশ।  …

আপনারা শুধু নিরপেক্ষ নির্বাচনের সংস্কার করুন: ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল

বিএনপির কেন্দ্রীয় অর্থনীতি বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালের ১৩ জুলাই…

পুর্নজন্ম কি বৈজ্ঞানিক ভাবে সম্ভব? — একটি বিশ্লেষণাত্মক প্রবন্ধ

মানব ইতিহাস জুড়ে মানুষের মৃত্যু ও মৃত্যুর পর কী হয়—এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য বহু ধর্ম, দর্শন ও আধ্যাত্মিকতা চেষ্টা করেছে। অতীতে জীবনের পরের ধাপে…

জুলাই বিপ্লবের সাদিম কায়েম এর যে কাহিনী সবার জানা প্রয়োজন

জুলাই বিপ্লব নিয়ে ইয়েনি সাফাককে (তুরস্কের গণমাধ্যম) একটি সাক্ষাৎকার দিয়েছেন জুলাই বিপ্লবের নেতা সাদিক কায়েম। তিনি ব্যাখ্যা করছেন, কীভাবে বাংলাদেশের জুলাই বিপ্লব বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে…

‘চব্বিশোত্তর বাংলাদেশে তারুণ্যের ভাবনা ও পরিবর্তনের শিক্ষা’—শিক্ষা ও কর্মসংস্থানমুখী বাংলাদেশ গড়ার আহ্বান সালাহউদ্দিন আহমদের

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, চব্বিশোত্তর বাংলাদেশে আমাদের প্রত্যাশা ও ভাবনা কী? নতুন প্রজন্মের ভাবনাকে গুরুত্ব দিতে হবে। সেজন্য আমার এরই মধ্যে তারুণ্যের…

Responses