ড্রেজারের বিরুদ্ধে ঘিওর উপজেলা প্রশাসনের অভিযান

সুরেশ চন্দ্র রায়ঃমা নিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরি ইউনিয়নের তাড়াইল ও নয়াচর এলাকায় চলমান ৪টি ড্রেজারে ঘিওর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমবার ( ২২ সেপ্টেম্বর৷ ) বিকেলের দিকে সেনাবাহিনী ও আনসার সদস্যদের সহায়তায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাতিশা তুল ইসলাম ড্রেজারের ৮শ মিটার পাইপ ধ্বংস করেন। তবে ঘটনাস্থলে কাউকে না পাওয়ার কারণে মামলা কিংবা জরিমানা করা সম্ভব হয়নি বলে জানান স্থানীয়রা। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়েছে।
অভিযানের পর স্থানীয়রা প্রতিবেদককে জানান, তাড়াইল,নয়াচর ছাড়াও পাশের গ্রাম শোলধারায় এখনো ৪টি ড্রেজার চলমান রয়েছে। যেগুলো নিয়ে কিছুদিন পূর্বে “দৈনিক ভোরের কাগজে” বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। কিন্তু সেখানে জোরালো কোন অভিযান এখন পর্যন্ত পরিচালিত হয়নি। শোলধারা চকে জরুরিভাবে বড় পরিসরে একটি মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ড্রেজার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।
- ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাতিশা তুল ইসলাম বলেন, বানিয়াজুরি ইউনিয়নের তাড়াইল ও নয়াচর এলাকার ক্যানালে চলমান ৪টি ড্রেজারে অভিযান পরিচালনা করে পর্যাপ্ত সংখ্যক ড্রেজারের পাইপ ধ্বংস করা হয়েছে। অভিযানকালে উপস্থিত জনগণকে অবৈধ ড্রেজার বন্ধের বিষয়ে সচেতনতামূলক নির্দেশনা প্রদান করা হয়েছে। একই সাথে কেউ অবৈধ ড্রেজার স্থাপনের চেষ্টা করলে উপজেলা প্রশাসনকে বিষয়টি অবহিত করার জন্য এলাকাবাসীকে পরামর্শ দেয়া হয়েছে। নির্বাহী কর্মকর্তা আরো বলেন, শোলধারা চকেও অনতিবিলম্বে অভিযান পরিচালনা করা হবে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

Responses