ড্রেজারের বিরুদ্ধে ঘিওর উপজেলা প্রশাসনের অভিযান

সুরেশ চন্দ্র রায়ঃমা নিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরি ইউনিয়নের তাড়াইল ও নয়াচর এলাকায় চলমান ৪টি ড্রেজারে ঘিওর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি অভিযান পরিচালনা করা হয়েছে।

সোমবার ( ২২ সেপ্টেম্বর৷ ) বিকেলের দিকে সেনাবাহিনী ও আনসার সদস্যদের সহায়তায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাতিশা তুল ইসলাম ড্রেজারের ৮শ মিটার পাইপ ধ্বংস করেন। তবে ঘটনাস্থলে কাউকে না পাওয়ার কারণে মামলা কিংবা জরিমানা করা সম্ভব হয়নি বলে জানান স্থানীয়রা। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়েছে।

অভিযানের পর স্থানীয়রা প্রতিবেদককে জানান, তাড়াইল,নয়াচর ছাড়াও পাশের গ্রাম শোলধারায় এখনো ৪টি ড্রেজার চলমান রয়েছে। যেগুলো নিয়ে কিছুদিন পূর্বে “দৈনিক ভোরের কাগজে” বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। কিন্তু সেখানে জোরালো কোন অভিযান এখন পর্যন্ত পরিচালিত হয়নি। শোলধারা চকে জরুরিভাবে বড় পরিসরে একটি মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ড্রেজার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

  • ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাতিশা তুল ইসলাম বলেন, বানিয়াজুরি ইউনিয়নের তাড়াইল ও নয়াচর এলাকার ক্যানালে চলমান ৪টি ড্রেজারে অভিযান পরিচালনা করে পর্যাপ্ত সংখ্যক ড্রেজারের পাইপ ধ্বংস করা হয়েছে। অভিযানকালে উপস্থিত জনগণকে অবৈধ ড্রেজার বন্ধের বিষয়ে সচেতনতামূলক নির্দেশনা প্রদান করা হয়েছে। একই সাথে কেউ অবৈধ ড্রেজার স্থাপনের চেষ্টা করলে উপজেলা প্রশাসনকে বিষয়টি অবহিত করার জন্য এলাকাবাসীকে পরামর্শ দেয়া হয়েছে। নির্বাহী কর্মকর্তা আরো বলেন, শোলধারা চকেও অনতিবিলম্বে অভিযান পরিচালনা করা হবে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

বারবার অভিযানের পরও উড়াল গ্যাস বন্ধ হয়নি, বাকাইল যেন বিস্ফোরণের অপেক্ষায়

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের বাকাইল গ্রামে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে গাছের উপর গ্যাসের পাইপ ঝুলছে। এ কারণে গ্রামটি এখন উড়াল গ্যাসের গ্রাম হিসেবে বেশি পরিচিত।…

পুর্নজন্ম কি বৈজ্ঞানিক ভাবে সম্ভব? — একটি বিশ্লেষণাত্মক প্রবন্ধ

মানব ইতিহাস জুড়ে মানুষের মৃত্যু ও মৃত্যুর পর কী হয়—এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য বহু ধর্ম, দর্শন ও আধ্যাত্মিকতা চেষ্টা করেছে। অতীতে জীবনের পরের ধাপে…

প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ ব্রাহ্মণবাড়িয়ায় রোষানলে সাংবাদিকরা

মামলা-গ্রেফতার,নির্যাতনে আলোচনায় এখন ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকরা। রোববার এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সমাবেশে তীব্র প্রতিবাদ জানানো হয়। সত্তর বছর বয়স্ক সাংবাদিক আ. ফ.…

নিসর্গে তুমি : লিটন হোসাইন জিহাদ

রাত্রির অন্ধকার কাটিয়ে ভোরের আলো ধীরে ধীরে গ্রামটাকে জাগিয়ে তুলছিল। চারপাশে একরাশ কুয়াশা, যেন প্রকৃতি নিজের শরীর জড়িয়ে রেখেছে শুভ্র চাদরে। বটগাছের পাতায় শিশিরের ঝিকিমিকি,…

যৌন কেলেঙ্কারিতে শেষ হয় ১০ তারকার ক্যারিয়ার

কেভিন স্পেসি হলিউডের অন্যতম সেরা অভিনেতাদের একজন কেভিন স্পেসির তারকাখ্যাতি ছিল আকাশছোঁয়া। ‘আমেরিকান বিউটি’, ‘দি ইউজুয়াল সাসপেক্টস’ তারকা বড় ঝামেলায় পড়েন ২০১৭ সালে। দুবারের অস্কারজয়ী…

Responses